ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরনামবুকোতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ আরও ৫৬ জন।
এই দুর্যোগে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ গৃহহারা হয়েছেন। ১৫ পৌরসভা এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রাজ্যের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। বাস্তুহারা পরিবারগুলোকে সাময়িক আশ্রয় দিতে স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
গেল বুধবার শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতি দেখা দেয়। এখনও ভারী বৃষ্টির শঙ্কা আছে, ফলে পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সিএনএন