ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। এখনো চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন তিনি। তবে খুব বেছে ভালো কাজই কেবল করছেন। এদিকে শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালনের পর ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই তিনি নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। মানবিক ওমর সানির আরও একটি প্রমাণ মিললো সাম্প্রতিক একটি ঘটনায়। কিছুদিন আগে বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন সানি। গাজীপুরের কাপাসিয়ার আব্দুল আলী নামের বৃদ্ধাশ্রমের বৃদ্ধ নারী-পুরুষ ও তাহসিমুল কোরআন নামের হাফিজিয়া মাদ্রাসার এতিম ছেলেদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এ সময় বৃদ্ধাশ্রমের এক বয়স্ক নারীর চোখের অপারেশন, আরেকজনের চিকিৎসাসহ হাফেজিয়া মাদ্রাসার সমস্ত ছেলে-মেয়েদের ইউনিফর্ম তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
শুধু তাই নয়, সেই প্রতিশ্রুতি রাখছেন তিনি। জানা গেছে, চিত্রনায়ক শিল্পী, ফিল্ম ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পলাশসহ অনেকেই তাকে এই কাজে সহযোগিতা করেছেন। ওমর সানি বলেন, আসলে মানুষ তো মানুষেরই জন্য। এ ধরনের কাজ করা আমাদের সবারই দায়িত্ব। মানবিকতাবোধ থেকেই এটা করা উচিত। যাদের অন্তত কিছুটা হলেও সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ানো উচিত অসহায় মানুষদের। বিশেষ করে বৃদ্ধাশ্রমের মানুষগুলোর দিকে আমরা ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারি। এতিমদের পাশে দাঁড়াতে পারি অভিভাবকের ছায়া নিয়ে। এক জীবনেতো বেশিকিছু চাওয়ার নেই। মানুষের জন্য কিছু করতে পারার চেয়ে বড় শান্তি কিছুতে নেই।
সূত্র: মানবজমিন