যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশে স্কুলশিক্ষক-কর্মকর্তারা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন। এ মর্মে একটি আইন করতে যাচ্ছে প্রদেশটি।
খবরে বলা হয়েছে, আইনটির প্রবক্তরা বলছেন- এই আইনের ফলে স্কুলে হত্যাকাণ্ডের ঘটনা কমে আসবে। যদিও আগ্নেয়াস্ত্র বহন বিরোধী এবং পুলিশ কর্মকর্তারা বলছেন, এটা শিক্ষার্থীদের জন্য স্কুলকে আর ভয়াবহ করে তুলবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রব এলিমেন্টারি স্কুলে এক তরুণ এআর-১৫ স্টাইলের রাইফেল নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১৯ জন স্কুলছাত্র এবং দুইজন স্কুলশিক্ষক প্রাণ হারান।
ওহিও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, বিলটি আইনে পরিণত করতে তিনি স্বাক্ষর করবেন।
তবে অস্ত্র বহনের পূর্বে ২৪ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে এবং যাদেরকে অস্ত্র নেওয়ার অনুমতি দেওয়া হবে তাদের ক্রিমিনাল রেকর্ড চেক করা হবে। একইসঙ্গে প্রতিবছর নতুন করে ৮ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে।
সূত্র: বিডিপ্রতিদিন