চীনে দ্রুত গতিসম্পন্ন একটি বুলেট ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির চালক নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে সিএনএন এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, গুইঝু প্রদেশের রংজিয়াং কাউন্টিতে ভূমিধসের আবর্জনায় আঘাত করার পর স্থানীয় সময় শনিবার সাড়ে ১০টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এই ঘটনায় ট্রেনটির চালক হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে একজন ক্রু সদস্য এবং সাতজন যাত্রী। ট্রেনে থাকা ১৩৬ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, চীনে প্রায় ৩৮ হাজার সীমানাজুড়ে উচ্চগতির রেল যোগাযোগ রয়েছে। ২০১১ সালের পর চীনের এই উচ্চগতির রেলপরিষেবা বড় ধরনের দুর্ঘটনায় পতিত হয়নি। কিন্তু ওই বছর ঝেইজিয়াং প্রদেশে দ্রুতগতির একটি ট্রেনে অন্য একটি ট্রেন পেছন থেকে আঘাত করলে ৪০ যাত্রী নিহত এবং ২০০ জন আহত হন।
সূত্রঃ বিডিপ্রতিদিন