চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অগ্নিকাণ্ডের ফলে কেমিক্যাল কন্টেইনারের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পানিতে রাসায়নিক মিশে এলাকায় ছড়িয়ে পড়েছে। এই পানি সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
কেমিক্যাল মিশ্রিত পানি বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে বলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
তবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, বিষাক্ত কেমিক্যাল যুক্ত পানি যেন বঙ্গোপসাগরে গিয়ে মিশেতে না পারে- সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখানে অন্তত ২৭টি কেমিক্যাল ভর্তি কন্টেইনার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মধ্যে একটি কন্টেইনার বিস্ফোরণ হয়। বাকি কন্টেইনারগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিস্ফোরণের পর কেমিক্যালযুক্ত পানি যেন বঙ্গোপসাগরে মিশতে না পারে- সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।