ইউরোজয়ী ইতালিকে হারিয়ে চাঙা আর্জেন্টিনার এবার মিশন এস্তোনিয়া জয়। ফিফা আয়োজিত প্রীতি ম্যাচটি হবে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়। স্পেনের প্যাম্পলোনায় এদিন এস্তোনিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। সবশেষ ইতালির বিপক্ষে খেলা ম্যাচের একাদশে ৮টি পরিবর্তন আনতে যাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। খবর মুন্দো আলবিসেলেস্তে।
এই ম্যাচে দলের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। ইতালির বিপক্ষে খেলা দলের বেশিরভাগ সদস্য শুরুর একাদশে রাখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ইতালির বিপক্ষে খেলা দলের বেশিরভাগ সদস্য শুরুর একাদশে রাখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ইনজুরির কারণেই দলে এতো বড় পরিবর্তন বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূলত নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নিতেই দলের অনিয়মিত খেলোয়াড়দের মাঠে নামানোর পরিকল্পনা করেছে আলবিসেলেস্তেরা।
হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই কারণে এস্তোনিয়ার ম্যাচে দেখা যাবে না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়াকে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
ফ্রাঙ্কো আরমানি, হেরমান পেসেজা, লিসান্দ্রো মার্তিনেস, মারকোস আকুনিয়া, পাপু গোমেস, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, হোয়াকিন কোরেয়া।