মেয়াদ বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তারা ন। দুইজসেই সাথে আরো দুইজন নির্বাচক নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বোর্ড সভার পর এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানিয়েছেন, বোর্ড সভায় তাদের বিকল্প নাম চাওয়া হলেও কোনো নতুন নাম আসেনি। তাই তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের মেয়াদ বাড়ানো হয়েছে।
নাজমুল বলেছেন, “অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। তো এর সঙ্গে শুধু যুক্ত হয়েছে, আরও দুজন নির্বাচক বাড়ানো হবে।”
জাতীয় দলের পাশাপাশি বর্তমানে ঘরোয়া ক্রিকেট লীগে নজরদারির জন্য আরো দুইজন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, সাজ্জাদুল হক শিপন, হান্নান সরকার ও মেহরাব হোসেন অপির নাম এসেছে। এই তিনজনের মধ্যে থেকে দুজনকে চূড়ান্ত করে কমিটিতে নিযুক্ত করা হবে।
নির্বাচক প্যানেলের ওপর চাপ কমাতে সদস্য বাড়ানোর সিদ্ধান্ত এসেছে বললেন নাজমুল, “এখন যেটা হয়েছে, আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এতো। সেজন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো।”