গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ২৫০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
আন্তজার্তিক সংবাদ সংস্থা ‘আল-জাজিরা’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর আরও দাবি, এই সময়ে রাশিয়া হারিয়েছে এক হাজার ৩৮৬ ট্যাংক, তিন হাজার ৪০০ সাঁজোয়া যান, ৬৯০ আর্টিলারি সিস্টেম, ২০৯ মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, ৫৫১ ক্রুজ মিসাইলস, ৯৬ এয়ার ডিফেন্স সিস্টেম, ২১১ বিমান, ১৭৬ হেলিকপ্টার এবং ১৩টি জাহাজ ও নৌযান।
তবে ইউক্রেনীয় বাহিনীর এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা। সূত্র: আল-জাজিরা