ম্যাচে আজ এশিয়ার দেশ জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাপানের টোকিওতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে।
ল্যাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল নিজেদেরকে ঝালিয়ে নিতেই এশিয়ায় সফরে এসেছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে এখানকার ম্যাচগুলো দারুণ কাজে আসতে পারে সেলেসাওদের।
২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।
ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি এবার ঘরে তুলতে চায় ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। এশিয়ায় এসে কদিন আগে দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেন নেইমার জুনিয়র। একটি করে গোল পান রিচার্লিসন, ফিলিপে কোতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।
অন্যদিকে, জাপানও রয়েছে ফুরফুরে মেজাজে। নিজেদের সর্বশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। পরিসংখ্যানে জাপানের চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। দু’দল এখন পর্যন্ত মোট ১২বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জয় পেয়েছে ১০টি ম্যাচেই। বাকি দু’টি ম্যাচ ড্র। ঘরের মাঠে জাপান আজ ব্রাজিলকে সামলাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।