মার্কিন ডলারের বিপরীতে আবারও কমলো টাকা মান। এবার প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমানো হলো ২ টাকা ৫ পয়সা। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ডলার বিক্রি হবে ৯১ টাকা ৯৫ পয়সা।
সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (সোমবার) বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ৯১ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি করছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে।
এর আগে, গত ২ জুন প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমে ৯০ পয়সা। ওই দিন থেকে এক ডলারের দাম ৮৯ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৮৯ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৮৯ টাকা ৯০ পয়সায় ডলার কিনতে হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে।
এর চার দিনের মাথায় এবারে ডলারপ্রতি আরও ২ টাকা ৫ পয়সা কমে গেল টাকার মান। ফলে এখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৯১ টাকা ৯৫ পয়সা দরে কিনতে হবে মার্কিন ডলার। এতে সপ্তাহের ব্যবধানেই ডলারের বিপরীতে টাকার মান কমলো ২ টাকা ৯৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, সাম্প্রতিক সময়ে রফতানির তুলনায় রেকর্ড পরিমাণ আমদানি ব্যয় বেড়েছে। এতে করে ডলারের ওপর চাপ পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ (সোমবার) থেকে বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলার বিক্রি করছে ৯১ টাকা ৯৫ পয়সায়।