ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে বক্তব্য দিচ্ছেন, ক্রমশ তা অপ্রাসঙ্গিক হয়ে ওঠছে বলে জানিয়েছেন দেশটির একজন ভূ-রাজনৈতিবিদ। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক জান আচাকজাই স্থানীয় মিডিয়া আউটলেট দ্য নিউজ ইন্টারন্যাশনালে লিখেছেন- সেনাবাহিনী ও সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চাইছেন ইমরান খান। এ জন্য সত্য-মিথ্যা মিশ্রিত অনেক রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তিনি। কিন্তু এখন আর সেগুলো কোন কাজে আসছে না।
এই বিশ্লেষকের মতে, ক্ষমতা হারানো ইমরান খান আবারও পাকিস্তানের রাজনীতিতে ফিরতে চাইছেন। তিনি যে মাঠে আছেন তা বুঝাতেই এমন বক্তব্য দিচ্ছেন। কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে আবারো ক্ষমতায় আসা আপাতত তার জন্য প্রায় অসম্ভব।
বিশ্লেষকের মতে, ইমরান খান বিশাল জনসভা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছেন। কিন্তু তার নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যদি নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হয়, তবে সম্ভবত একে কারচুপি বলে আখ্যা দিবেন তিনি।
সর্বশেষ বক্তৃতায় ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়ে ইমরান খান বলেছেন, সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘ষড়যন্ত্র’ সম্পর্কে জানত। তবুও তারা এতে হাত মিলিয়েছে অথচ দাবি করছে তারা নিরপেক্ষ।
বিশ্লেষক জান আচাকজাই লিখেছেন- সাবেক এই প্রধানমন্ত্রী আরেকটি ইস্যু নিয়ে বক্তব্য দিচ্ছেন। তা হলো, শেহবাজ শরীফ ইসরাইলকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে। আসলে এটি ভুল তথ্য।
বিজ্ঞাপন
তবে এটা বেশ স্পষ্ট যে তিনি তার পূর্বসূরীদের মতো সহজে ময়দান ছাড়বেন না।
সূত্র: এএনআই