ক্যান্সারের চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। কোলন ক্যান্সারে আক্রান্ত ১৮ রোগীর ওপর ডস্টারলিম্যাব নামে ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। এতে দেখা যায় সবাই সেড়ে উঠেছেন। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারের নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
কোলোরেক্টাল বা কোলন ক্যান্সারে আক্রান্ত ১৮ রোগীর ওপর ট্রায়াল চালায়, নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার। তাদের দেয়া হয় মনোক্লোনাল অ্যান্টিবডি ডস্টারলিম্যাব ওষুধ। এক বছর পর দেখা যায়, প্রত্যেকের রোগটি সম্পূর্ণ নিরাময় হয়েছে। তাদের শরীরে ক্যান্সারের কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায়নি।
নতুন গবেষণার এ সাফল্যে বিস্মিত খোদ চিকিৎসকেরাই। তারা বলছেন, ইতিহাসে এমন সাফল্য এটিই প্রথম। এ পদ্ধতি অন্য ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা যায় কিনা- তা বিবেচনায় রেখেছেন তারা।
ক্লিনিক্যাল ট্রায়ালটি ছোট পরিসরে হলেও ক্যান্সারের সম্ভাব্য নিরাময় পাওয়া গেছে বলছেন গবেষকেরা। তবে এ নিয়ে সিদ্ধান্ত আসতে বড় আকারের ট্রায়াল প্রয়োজন বলে মনে করেন তারা।
কোলন ক্যান্সারের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। অস্ত্রোপচার, কেমো বা রেডিওথেরাপি দিয়েই চলে এর চিকিৎসা। যুক্তরাষ্ট্রে কোলন ক্যান্সারে প্রতি বছর ৫০ হাজার মানুষ মারা যায়।যা দেশটিতে যেকোনো ক্যান্সারে মৃত্যুর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।