ইকবালের টি-টোয়েন্টি খেলা না খেলা নিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এ নিয়ে এবার মুখ খুললেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তামিম তার সিদ্ধান্ত বলার আগেই অন্য কারো বলে দেওয়া উচিত না বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৮ জুন) সাংবাদিকদের এ কথা বলেন সুজন। তিনি বলেন, ‘কেন আলোচনায় আসে আমি জানি না। তামিম বলার আগেই অন্যরা বলে দিচ্ছি, এটাও উচিত না। এটা সম্পূর্ণ ওর ব্যাপার। আমরা এসব নিয়ে না-ই বলি।’
টি-টোয়েন্টিত তামিম তার নিজের মতামত দিতে পারছেন না জানিয়ে মন্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন সুজন। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তামিম মিথ্যা বলছে। এরপর তামিম আবার জানান, বিসিবির কেউ তার সঙ্গে যোগাযোগ করছেন না, এরকম কিছু বোঝাননি।’
দেশের ক্রিকেট যখন তামিমের টি-টোয়েন্টি ইস্যুতে সরগরম তখন এমন মন্তব্য করলেন সুজন। গত বিপিএল চলাকালীন তামিম জানিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টি থেকে ৬ মাস বিরতি নিয়েছেন। এখনো তা শেষ হতে দেড় মাস বাকি।
সুজন বলেন, ‘এটা তামিমের কল। এটা ওর ক্যারিয়ার। তামিম তো আর এখন তরুণ তামিম না। সে বড় হয়েছে। তিন ফরম্যাটে খেলা অনেকের জন্য কঠিন হচ্ছে।’