কোরীয় উপদ্বীপে অশান্তি তৈরি করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন ও রাশিয়া। এসময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনতে যাওয়া নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটোর বিষয়েও তাদের ব্যাখা দিয়েছে মস্কো ও বেইজিং।
চীনের রাষ্ট্রদূত ঝাং জুং জাতিসংঘের সাধারণ পরিষদকে গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের কারণে কোরিয় উপদ্বীপে অশান্তি বিরাজ করছে।
তিনি ওয়াশিংটনকে উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন।
ঝাং জুং বলেন, ‘অনেক বিষয় আছে যা যুক্তরাষ্ট্র করতে পারে। যেমন উত্তর কোরিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল করা। দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ মহড়া বাতিল করা।’
মস্কোর সহকারী রাষ্ট্রদূতও জাতিসংঘের প্রতি উত্তর কোরিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
রাশিয়া উত্তর কোরিয়াকে আরও মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। মস্কোর দাবি, এই উত্তেজনাকর পরিস্থিতির জন্য পিয়ংইয়ংকে দোষ দেওয়ার নীতি থেকে সরে আসতে হবে।
সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘটনায় উত্তর কোরিয়াকে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ মহড়াও চালিয়েছে জো বাইডেনের দেশ। এছাড়াও জাতিসংঘে আবারও উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সূত্র: আল জাজিরা