আগেও বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (৮ জুন) সন্ধ্যায় বেবি বাম্পের আরও একটি ছবি প্রকাশ করেছেন তিনি।
যেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী চিত্রনায়ক শরীফুল রাজও। সবুজে ঘেরা বনের মধ্যে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। আর পরীর চোখ দুটি বন্ধ। দুহাত দিয়ে আলতো করে ধরে পরশ বুলাচ্ছেন নিজের বেবি বাম্পে।
পরীমণি ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই এক মনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহূর্তরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’
চলতি বছরের ১০ জানুয়ারি পরীমণি জানান, তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে এ-ও জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। এ বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।