ফরিদপুর জেলার সালথায় গাছ থেকে জাম পাড়তে গিয়ে ছিটকে পড়ে আবির শেখ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের উত্তর পুরুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আবির ওই গ্রামের বিল্লাল শেখের ছোট ছেলে ও পরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে উত্তর পরুরা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম জানান, আবির গাছে উঠে জাম পাড়ার সময় ছটকে পড়ে মাটিতে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ওই জাম গাছটি নিয়ে নানা কুসংস্কার আছে। এর আগেও একাধিক ব্যক্তি গাছ থেকে পড়েছেন বলে জানান শফিকুল। তবে কেউ মারা যায়নি।