প্রতিকূল আবহাওয়ার কারণে ‘কোক স্টুডিও’ বাংলা লাইভ কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। পরবর্তী আপডেট জানানো হবে বিকেল ৪টায়’ কনসার্টে আগত গানপ্রেমীদের উদ্দেশে এমনটাই জানিয়েছে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেইজ। এর কারণ কী তবে ঝড়ো বৃষ্টিতে ভেঙে পড়া কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্টের স্টেজ? নাকি বৃষ্টিতে ভেসে যাওয়া আর্মি স্টেডিয়ামের কাদাপানি?
যদিও অর্ণব তার ভ্যারিফাইড ফেসবুক পেইজে কোক স্টুডিও বাংলার পোস্টটি শেয়ার করে লিখেছে, ‘Delayed. But the show must go on!’ তার মানে হতাশ হবার কিছু নেই। যারা টিকেট নামের সোনার হরিণ সংগ্রহ করেছেন তারা অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য।
মূলত বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করে কোক স্টুডিও বাংলা। যা চলার কথা বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। এমনকি প্রিয় শিল্পীদের গানের সঙ্গে এ আয়োজনে দর্শকদের বিশ্বকাপ ট্রফি দেখারও সুযোগ রয়েছে।
গানপ্রেমীদের বিশাল এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নগর বাউল জেমস। এ ছাড়াও থাকছেন সংগীত জগতের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন- ফোক সম্রাজ্ঞী মমতাজ, ব্যান্ড তারকা মিজান, দুই বাংলাজয়ী শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে- ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।