শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আরেক ভাই বাসিল রাজাপাকসে পার্লােমেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগের সময় তিনি বলেন, ‘আজ থেকে আমি আর সরকারের কোন কাজে যুক্ত থাকছি না। তবে আমি রাজনীতি থেকে অবসরে যাচ্ছি না।’
বাসিল রাজাপকসের এক ভাই গোতাবায়া রাজাপসেই বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্বে। আর এক ভাই মাহিন্দা রাজাপকসে ছিলেন প্রধানমন্ত্রী। আন্দোলনের মুখে তিনি সরে যান প্রধানমন্ত্রীর পদ থেকে।
এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপকসে ইতোমধ্যেই ঘোষণা করেছেন, তিনি আর দ্বিতীয় দফায় নির্বাচন করবেন না। এ ছাড়া পার্লামেন্টে যে সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে, তাতেও প্রেসিডেন্টের ক্ষমতা বেশ কমানো হচ্ছে।
ফলে গোতাবায়া দায়িত্বে থাকলেও তেমন ক্ষমতা পাচ্ছেন না। আর পদত্যাগ করতে বাধ্য হওয়া মাহিন্দারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা কার্যত আর নেই। কারণ বয়সের ভার আর বর্তমান রাজনৈতিক ফের কাটিয়ে উঠে মাহিন্দার পক্ষে আবার রাজনীতিতে ফেরা সম্ভব নয় বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
সূত্র: রয়টার্স