২২ গজে আবারও জ্বলে উঠলেন তামিম ইকবাল। ছন্দে থাকা এ ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তুলে নিয়েছেন সেঞ্চুরি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দলের অন্য ব্যাটসম্যানরা যখন ২২ গজে ভুগছিলেন তখন তামিম প্রতাপশালী।
১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় বাঁহাতি ওপেনার তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরিতে পৌঁছতে তার স্ট্রাইক রেট ছিল ৬১.৭৩। যেখানে ডট বল ছিল ৭২.৮৪ শতাংশ।
তামিম ভালো করলেও বাংলাদেশের জন্য উদ্বেগ্নজনক হয়ে উঠেছে জয় ও মুমিনুলের পারফরম্যান্স। এই দুই ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। জয় ডানহাতি পেসার লিওসের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। সদ্য অধিনায়কত্ব ছাড়া মুমিনুল অফস্পিনার বায়ার্ন চার্লসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
রান পাননি এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা লিটনও। ৪ রান করে সাজঘরে ফিরেছেন। দ্বিতীয় উইকেটে তামিমকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। ১৪০ রানের জুটি গড়েন তারা। যেখানে শান্তর অবদান ৫৪। ফিফটির পরই বাঁহাতি ব্যাটসম্যান ফেরেন সাজঘরে।