কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে জয় পাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়ার প্রত্যাশা, প্রস্তুতি অনুযায়ী খেলে জয় তুলে নেয়া।
জয়ের খোঁজে তুর্কমেনিস্তানের মুখোমুখি বাংলাদেশ
অন্যদিকে, তুর্কমেনিস্তানও চায় এ ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেতে। কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (১১ জুন) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩ টায়।
নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরার অধীনে জয়টা এখনো অধরা রয়ে গেছে বাংলাদেশের। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের কাছে হেরেছে জামাল ভূঁইয়ারা। এবার সেই কাঙ্ক্ষিত জয়ের খোঁজে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে তুর্কমেনিস্তান। পরিসংখ্যান, শক্তিমত্তা সব দিক থেকেই এগিয়ে দলটি। মালয়েশিয়ার মাটিতে তাদের বিপক্ষে ড্র করতে পারলেই অনেক বড় পাওয়া হবে লাল সবুজদের। তারপরও জয়ের জন্য আশা ছাড়েননি কোচ হাভিয়ের ক্যাবরেরা। চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটাকে।
হাভিয়ের ক্যাবরেরা বলেন, তুর্কমেনিস্তান খুবই শক্তিশালী দল। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম দিকে তারা গুছিয়ে খেলতে পারেনি বলে গোল খেয়ে বসেছে। পরে অবশ্য গুছিয়ে খেলে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছিল তুর্কমেনিস্তান। শারীরিকভাবে ওরা শক্তিশালী। তাই আমাদের জন্য চ্যালেঞ্জটা সহজ হবে না।’
ক্যাবরেরার অধীনে সব বিভাগেই আলাদা করে কাজ করেছে বাংলাদেশ ফুটবল দল। সেট পিস ছাড়াও বাড়তি মনোযোগ ছিল রক্ষণভাগ নিয়ে। যা তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচে কাজে দেবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচ হেরে তুর্কমেনিস্তানও আছে কিছুটা ব্যাকফুটে। তাই এ ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পেতে মরিয়া তারাও।
তুর্কমেনিস্তান কোচ হোজাগেলদিয়েভ ইয়াজগুল বলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা শেষ ম্যাচে যেসব ভুল করেছি। চেষ্টা করবো সেগুলো শুধরে এ ম্যাচে ভালো করার। পুরো তিন পয়েন্ট পেতে আমরা মাঠে নামব।
২০০২ সালে এশিয়ান গেমসে শেষ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ। যে ম্যাচে ১-৩ গোলের ব্যবধানে হারে লাল সবুজরা।