দেশের চিকিৎসায়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১১ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, এর আগে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা কথা বলেছেন। কিন্তু তিনি দেশের চিকিৎসায় ভালো হয়ে উঠেছিলেন।
প্রসঙ্গত, শনিবার (১১ জুন) বিকেলে এক প্রেস বিফ্রিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। হার্টের পরীক্ষায় তার একাধিক ব্লক ধরা পড়েছে। এরমধ্যে একটি ব্লক ছিল ৯০ শতাংশ। এরপর সফলভাবে একটি রিং পরানো হয়েছে তার হার্টে।
এ সময় খালেদা জিয়ার জীবন বাঁচাতে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অবিলম্বে বিদেশে পাঠাতে না পারলে সাবেক এ প্রধানমন্ত্রীর জীবন হুমকির মুখে পড়বে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, তাকে জীবন রক্ষার জন্য সুযোগ দিন। অন্যথায় সব দায় সরকারকে নিতে হবে।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।