টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টরের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। প্রতিটি সিরিজেই দলের সঙ্গী তিনি। তবে এবার থাকতে পারলেন না। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওয়ানা দিয়েও অসুস্থতার কারণে মাঝপথ থেকে ফিরতে হলো তাকে।
গত ৮ জুন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে ফ্লাইট ধরেন খালেদ মাহমুদ। কাতারের দোহায় ট্রানজিটে থাকার সময় অস্বস্তি বোধ করেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ না গিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বর্তমানে ঢাকায় নিজের বাসায় বিশ্রামে আছেন তিনি।
টিম ডিরেক্টর ফিরে এলেও ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন আরেক বোর্ড পরিচালক ওবেদ নিজাম। বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বুধবার ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইট ধরবেন তিনি।
অসুস্থ ছিলেন ওবেদও। কয়েকদিন আগে করোনভাইরাসে আক্রান্ত হন তিনি। তবে সম্প্রতি কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে তার। তবে ওয়েস্ট ইন্ডিজে পুরো সিরিজটাতে নয়, ওবেদ দলের সঙ্গে থাকবেন কেবল প্রথম টেস্টে, ‘সুজনের শরীরটা ভাল না। ডায়বেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা আছে। ও মাঝপথ থেকে ফিরে এসেছে। এখন বিশ্রাম নিচ্ছে। আমি যাব বুধবার। তবে আমি কোন দায়িত্ব নিয়ে না। ভক্ত হিসেবে ও পর্যবেক্ষক ভূমিকায় থাকব। প্রথম টেস্ট দেখে ফিরে আসব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একজন বোর্ড পরিচালককে সঙ্গে রাখার সিদ্ধান্ত নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খালেদ মাহমুদের অসুস্থতায় এবার হয়ত সেই জায়গায় ছেদ পড়তে যাচ্ছে।