টাকার বিপরীতে আরও বাড়লো ডলারের দর। মঙ্গলবার প্রতি ডলারে আরও ৩০ পয়সা বাড়িয়ে আন্ত:ব্যাংক দর ঠিক করা হয়েছে ৯২ টাকা ৮০ পয়সা।
মঙ্গলবারে এ দামে কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে ডলার বিক্রির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪১ দশমিক ৪৪ বিলিন ডলারে নেমেছে।
জানা গেছে, চলতি অর্থ বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে মোট ৭০০ কোটি ৯০ লাখ ডলার বিত্রক্র করেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক।
প্রচুর ডলার বিক্রির কারণে গত আগস্ট মাসে সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠা রিজার্ভ এখন ৪১ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে।