যুক্তরাজ্যের বার্মিংহামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে, পুড়ে গেছে প্রায় ৮ হাজার টন কার্ডবোর্ড ও কাগজ।
আগুনে পুড়ল ৮ হাজার টন কাগজ
সোমবার (১৩ জুন) স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত হলে পরে তা দ্রুত গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর রয়টার্সের।
এসময়, আগুনের কালো ধোয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা। পরে, শতাধিক দমকলকর্মীর কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ আগুনে মিলের মূল অংশের কোনো ক্ষতি না হওয়ায় উৎপাদনের প্রভাব পড়বে না বলে জানায় কোম্পানিটি।
তবে, আগুন নিভলেও পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী দুইদিন দমকল বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।