অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লাল কার্ড দেখানোয় খেলোয়াড় ও দর্শকদের হামলায় প্রাণ হারালেন তিনি। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে এল সালভাদোরের ঘরোয়া ফুটবলে।
স্প্যানিশ পত্রিকা মার্কা জানায়, গত সপ্তাহে রাজধানী সান সালভাদোরের তলুসা স্টেডিয়ামে অ্যামেচার লিগের ম্যাচে এক দলের খেলোয়াড় ও তাদের সমর্থকদের পিটুনিতে নিহত হন রেফারি হোসে আর্নোলদো আমায়া (৬৩)।
সান সালভাদোরের কাছে অবস্থিত মিরামন্তেতে একটি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আমায়া। সেই ম্যাচে এক খেলোয়াড়কে আমায়া লাল কার্ড দেখালে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন রেফারির ওপর চড়াও হন ওই খেলোয়াড়। হামলায় যোগ দেন তার সতীর্থ ও দলের সমর্থকরাও। তাদের পিটুনিতে গুরুতর আহত হন আমায়া। তাকে সাকামিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
এই মর্মান্তিক ঘটনার পর এল সালভাদোরের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের সহিংস কার্যক্রমকে কিছুতেই সমর্থন করে না তারা। আমায়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এল সালভাদোরের ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট হুগো কারিয়ো।