চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনা ও ৯ কেজি সিসাসহ মো. মাসুদ রানা নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিমানবন্দরে সোনাসহ দুবাইফেরত মাসুদ আটক
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দার সদস্যরা তাকে আটক করেন।
জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছলে সকাল ৮টার দিকে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়।