সাবেক বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে যখন সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবল সমালোচনার মুখে ভারত, তখনই দেশটি থেকে কুয়েতে রফতানি করা হচ্ছে ১৯২ হাজার কেজি গোবর।
১৫ জুন বুধবার কনাকাপুরা রেল স্টেশন থেকে গোবরের প্রথম চালান কুয়েতের উদ্দেশে রওনা হয়েছে। শুল্ক দফতরের তত্ত্বাবধানে গোবর প্যাকেটজাত করার কাজ চলছে বলেও জানা গেছে।
কুয়েতে জৈব চাষের জন্য এই গোবর পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। জয়পুরের একটি গোশালা থেকে এই গোবর পাঠানো হচ্ছে। কুয়েতের একটি বেসরকারি সংস্থায় এই গোবর রফতানি করা হচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতোমধ্যে চুক্তি হয়ে গিয়েছে বলেও জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
ভারতের জৈব কৃষক প্রযোজক সমিতির জাতীয় সভাপতি অতুল গুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি জয়পুরভিত্তিক সংস্থা এই বিপুল পরিমাণ গোবর রফতানি করার সুযোগ পেয়েছে। জয়পুরের এই সংস্থার পরিচালক প্রশান্ত চতুর্বেদী জানিয়েছেন, সম্ভবত এই প্রথম ভারত থেকে দেশি গরুর গোবর কুয়েতের মতো কোনো দেশে পাঠানো হচ্ছে।
ভারতজুড়ে গোবর নিয়ে বহু গবেষণা চলছে। ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গোবর ব্যবহার করে উৎপন্ন ফসল খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলেও একাধিক গবেষণায় দাবি করা হয়েছে।
কুয়েতেও গোবর ব্যবহার করে জৈব চাষ করা নিয়ে অনেক দিন ধরেই গবেষণা চলছিল। কুয়েতে কৃষিকাজের ক্ষেত্রে প্রধান পরিপন্থি শুষ্ক জলবায়ু ও পর্যাপ্ত পানির অভাব। আর সে কারণেই গোবর সার ব্যবহার করে জৈব চাষের দিকে মন দিয়েছে কুয়েত।