আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই নতুন যুগের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের নেতৃত্বে টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে লাল-সবুজ বাহিনী। তবে এমন মুহূর্তটি দেখা থেকে হয়তো বঞ্চিতই হতে যাচ্ছে টাইগার সমর্থকরা। কারণ এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত অনুষ্ঠেয় সিরিজটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি কোনো
তবে সিরিজটি উপভোগের বিকল্প উপায়ও আছে। যদিও এ জন্য টাকা গুনতে হবে। আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম তথা আইসিসি টিভিতে বাংলাদেশের খেলা লাইভ দেখা যাবে। শুধু টেস্ট সিরিজটি দেখতে খরচ করতে হবে ২ ডলার।
আইসিসির ওয়েবসাইটে গিয়ে কিংবা গুগলে আইসিসি টিভি লিখে সার্চ দিলেই চলে আসবে লিংক। এরপর বাংলাদেশ অঞ্চল নির্বাচন করে নির্দিষ্ট এলাকার জিপ কোড দিয়ে রেজিষ্ট্রেশনের বিভিন্ন ধাপ পূরণ করতে হবে। ইমেইল-পাসওয়ার্ডসহ সব তথ্য দিলে আসবে টাকা দেওয়ার পদ্ধতি।
তবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হওয়ায় টাকা পরিশোধে কিছুটা জটিলতা আছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। আর এরপরই পুরো সিরিজ লাইভ উপভোগের সুযোগ থাকছে। লাইভ দেখা ছাড়াও ম্যাচের হাইলাইটসও দেখা যাবে। এ ছাড়া স্যামসাং টিভি ও এলজি টিভির অ্যাপসের মাধ্যমেও দেখা যাবে এ প্ল্যাটফর্মে।
কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশের অনেকেরই আন্তর্জাতিক ক্রেডিট কার্ড নেই। তাহলে তারা কিভাবে দেখবে? একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বিসিবি এবং টোটাল স্পোর্টস চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিজটি বিনামূল্যে দেখার ব্যবস্থা করার। আইসিসির সঙ্গে এখন এ নিয়েই আলোচনা চলছে এবং সেটি হয়তো ফলপ্রসূও হতে পারে। আর এমনটি হলে বিসিবির ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও সিরিজটি উপভোগ করা যাবে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ম্যাচ বাংলাদেশে দেখানোর স্বত্ব বাংলাদেশেরই প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম)। যদিও টিএসএম জানাচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চ্যানেল আগ্রহ দেখায়নি স্বত্ব কেনার ব্যাপারে। আইসিসি টিভি তাদের থেকেই স্বত্ব কিনেছে।
একদিন আগেই বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেছিলেন, ‘এটা যেহেতু অ্যাওয়ে সিরিজ, সবকিছু নির্ভর করছিল সে দেশের ক্রিকেট বোর্ড, ব্রডকাস্টার এবং আমাদের দেশের যেসব টেলিভিশন চ্যানেল খেলা সম্প্রচার করে থাকে তাদের ওপর। এখানে আমাদের কিছু করার নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের খেলা টিভিতে দেখা যাচ্ছে না এমন কিছু কখনোই প্রত্যাশা করি না। এর আগেও কয়েকবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আবার সব ঠিকও হয়ে গিয়েছিল।’
প্রায় দুই দশক আগে শেষবার এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচার করা হয়নি কোনো টিভি চ্যানেলে। ২০০৩ সালের পর এবারই প্রথম টাইগারদের লড়াই উপভোগ থেকে উপেক্ষিত হবে দর্শকরা। বাংলাদেশের এক সমর্থক বলেন, ‘যখন শুনলাম টিভিতে খেলা দেখা যাবে না। তখন খুব মন খারাপ লেগেছে।’
