ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই সাফল্যের গল্প লিখেছে বাংলাদেশ। র্যাপিড দাবা ইভেন্টে অনুর্ধ্ব-১০ বালিকা বিভাগে সোনা জিতেছে ওয়ারসিয়া খুশবু।
মালদ্বীপে বৃহস্পতিবার ৭ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে সেরা হন খুশবু। এই বিভাগে ৬ দেশের মোট ১৩ জন প্রতিযোগী অংশ নেন।
জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন খুশবু। মালদ্বীপে সেরা হওয়ার পথে প্রথম রাউন্ডে কিরগিজস্তানের প্রতিযোগী তুরসোনালিয়েভা নুরেলিনার সঙ্গে ড্র করেন তিনি।
এরপর টানা চার রাউন্ডে জয় তুলে নেন খুশবু। ষষ্ঠ রাউন্ডে হারলেও শেষ রাউন্ডে জিতে সোনা নিশ্চিত করেন তিনি।
পাঁচ বছর বয়সে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দাবায় পথচলা শুরু খুশবুর। ঘরোয়া প্রতিযোগিতার সঙ্গে এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও খেলা হয়ে গেছে তার।
মালদ্বীপে সোনা জিতে দারুণ খুশি খুশবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন বলেন, এই ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগোনোর স্বপ্নের কথা।
“খুব ভালো লাগছে। আমি এভাবেই আরও বড় দাবাড়ু হতে চাই। স্বপ্ন দেখি একদিন গ্র্যান্ডমাস্টার হব।”
বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ১৩ জন প্রতিযোগি মালদ্বীপের এই আসরে খেলছেন।
ওপেন অনুর্ধ্ব-১৪ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মো. সাজিদুল হক। ৭ রাউন্ডে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় হন সাজিদ।