চুল নিয়ে বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ পাওয়া কঠিন। সারা দিন অফিস বা অন্যান্য কাজে ব্যস্ত থাকায় চুলের যত্ন নেয়ার সময় একদমই পাওয়া যায় না। চুলের প্রতি এই অবহেলার সঙ্গে যখন প্রাকৃতিক দূষণ আর ধুলাবালি যুক্ত হয়, তখন চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে আমরা আর বেরোতে পারি না। তাই চুল ঝরে পড়া রোধে চুলের গোড়া মজবুত করতে হবে।
সারাদিন বাহিরে কাজের ক্ষেত্রে রোদ ও ধুলায় কাটাতে হয় দীর্ঘসময়। প্রচন্ড গরমে চুল হয়ে যায় শুষ্ক। তার জেরে যেমন রুক্ষ হয়ে যেতে পারে চুল, তেমন বাড়তে পারে চুল পড়ার সমস্যা। তাই চুলের সৌন্দর্য ধরে রাখতে সবার প্রথমে দরকার মজবুত চুল। চুলের গোড়া শক্ত ও মজবুত হলে যেমন চুল পড়া কমে, তেমনি চুলে করা যায় নানা স্টাইল।!
এছাড়া চুলের গোড়ায় পুষ্টি না থাকলে চুল ঝরে যায় ও উজ্জ্বলতা নষ্ট হয়ে পড়ে। তাই প্রতিটি মানুষকে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত।
চুলের গোড়া মজবুত রাখতে যেসব জিনিস মাথায় মাখতে পারেন:
আমলকী ও লেবু
সামান্য পানিতে ২ চামচ আমলকী বেটে তার সঙ্গে এক-দুই চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলে মাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। এভাবে কয়েকদিন করলেই দেখবেন চুলের গোড়া মজবুত হবে।
কারিপাতা ও ভৃঙ্গরাজ
কারিপাতার পেস্ট তৈরি করুন। এবার সেই পেস্টে ১ চামচ ভৃঙ্গরাজ মিশিয়ে মাথায় মাখুন। ৩০ থেকে ৪০ মিনিট পর ধুয়ে নিন। ফল পাবেন।
শিকাকাই ও দই
দুই চামচ শিকাকাই নিন। এবার তার সঙ্গে মিশিয়ে দিন দই। তারপর মাথায় মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। সময় হয়ে গেলে শ্যাম্পু করে নিন। আস্তে আস্তে চুলের গোড়া মজবুত হবে।
লেবু ও নিম
নিমপাতা কয়েকদিন শুকিয়ে নিয়ে পাওডার তৈরি করুন। এরপর লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন নিমের পাওডার। তারপর মাথায় মেখে ৩০ মিনিট পর ধুয়ে নিন। এভাবে কয়েকদিন করলে চুলের গোড়া মজবুত হবে।
সূত্র: এই সময়