নারী ক্রিকেটারকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে পাকিস্তানের জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালের বিরুদ্ধে। এ জন্য বরখাস্ত হওয়ার পর নাদিমকে নিষিদ্ধও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যৌন হয়রানির শিকার হওয়া ওই নারী থানায়ও অভিযোগ করেছেন। ওই নারী ক্রিকেটারের দাবি, কয়েক বছর আগে মুলতানে পিসিবির পক্ষ থেকে মহিলা ক্রিকেট দলের ট্রায়াল আয়োজন করা হয়েছিল। সেখানে কোচ ছিলেন নাদিম। ট্রায়ালের জের ধরেই নাকি নাদিম যৌন হেনস্তা করেন ওই নারীকে।
এক ভিডিও বার্তায় ওই নারী বলেন, ‘কোচ দলে সুযোগ করে দেবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি তিনি পাক বোর্ডে চাকরি দেয়ারও আশ্বাস দেন। কিন্তু দিনের পর দিন উনি বন্ধুদের নিয়ে আমাকে যৌন হেনস্তা করেছেন। সেই ঘটনার ভিডিও করে আমাকে ফাঁসানোর চেষ্টাও করেছেন।’
অভিযোগের পর নাদিমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ঘটনাচক্রে নাদিম প্রথম শ্রেণির ক্রিকেটে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের সঙ্গেও খেলেছিলেন। ইউনিসের মতো নাদিমও ছিলেন ফাস্ট বোলার। নাদিম ক্যারিয়ারে ৮০টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪৯টি লিস্ট এ ম্যাচ খেলেন। প্রথম শ্রেণির ম্যাচে ২৫৮ ও লিস্ট এ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।