নারায়ণগঞ্জে গত শুক্রবার একসঙ্গে জন্ম নেওয়া শিশু স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক এই উপহার তিন শিশুর বাবার বাড়ি নবীগঞ্জে নিয়ে আসেন।
এ সময় শামীম মুসফিকের সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তিন সন্তানের বাবা আশরাফুল ইসলাম অপু জানান, সদ্যোজাত তাঁর তিন সন্তান স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্য প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তার পরিবার দারুণ খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করছে তার পরিবার।
প্রধানমন্ত্রীর উপহারের মধ্যে রয়েছে এক ভরি ওজনের তিনটি স্বর্ণের চেইন, ফুলের তোড়া ও ফল। গত শুক্রবার নারায়ণগঞ্জ সদরে একটি ক্লিনিকে আশরাফুল ইসলাম অপুর স্ত্রী সাইমা আক্তার হিমি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন।
এ সময় ডাক্তার স্বপ্রণোদিত হয়ে ‘স্বপ্নের পদ্মা সেতু’ উদ্বোধনের কথা মাথায় রেখে তিন সন্তানের নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু। ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। আজ সোমবার বেলা ১১টায় তিন সন্তান নিয়ে ক্লিনিক ছেড়ে শীতলক্ষ্যার পূর্বপার নবীগঞ্জে নিজ বাড়িতে চলে যান পরিবারের সদস্যরা।