সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখছেন তিনি।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি সিলেটের বন্যাদুর্গত তিন জেলা পরিদর্শনে রওনা হন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টারযোগে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখানে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।
টানা ভারি বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের অনেক জেলায় বন্যা দেখা দিয়েছে। প্রায় ভেঙে পড়েছে সিলেট-সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। বর্তমানে লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আটকে আছে।
এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পানি প্রবেশ করায় বাধাগ্রস্ত হচ্ছে সেবাদান। শহর ও গ্রামের প্রায় সব সড়ক পানির নিচে ডুবে আছে।