ফেনীতে টানা তিনদিনের প্রবল বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নতুন করে একটি স্থানে ভেঙে আরও দুই গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার পশ্চিম অলকা স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর আগে সোমবার সকালে দুই ফুট পানিতে তলিয়ে যাওয়া ফুলগাজী বাজার থেকে পানি নামতে শুরু করেছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফুলগাজী উপজেলায় তিনটি স্থানে (উত্তর দৌলতপুর, বরইয়া ও দেড়পাড়া) ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয় বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আকতার হোসেন।
আকস্মিক বন্যায় তলিয়ে যায় ফুলগাজী বাজারের প্রধান সড়ক ও নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়ে প্রায় চার শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ। ভেসে গেছে শতাধিক পুকুর ও মাছের ঘের। ফসলি জমিসহ ডুবে গেছে বিস্তীর্ণ সবজির মাঠ।
এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরাম উপজেলাকে সম্ভাব্য দীর্ঘস্থায়ী বন্যার কবল থেকে রক্ষার খুলে দেওয়া হেেয়ছে সোনাগাজীর মুহুরী রেগুলেটরের সব গেট (৪০ গেট)।