প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানকে সরে যেতে হয়েছে। তার মনোনীত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা পদত্যাগ করতে পারেন, এমন আলোচনা ছিল। রমিজ সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। কিন্তু তাকে পদ থেকে অপসারণের আলোচনা থামেনি।
শেষ খবর, সরকারের কর্তাদের বৈঠকে পিসিবি প্রধানের পদ থেকে রমিজ এবং আসাদ আলী খানকে অপসারণের জন্য বোর্ডের গঠনতন্ত্রে সংশোধনী আনতে আলোচনার অগ্রগতি হয়েছে।
পিসিবি গঠনতন্ত্রে আছে, সরকার সরাসরি পিসিবি চেয়ারম্যানকে পরিবর্তন করতে পারে না। তবে গঠনতন্ত্রের ৪৭ অনুচ্ছেদ নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য নতুন পিসিবি চেয়ারম্যান নিয়োগের পথ প্রশস্ত করবে।
গঠনতন্ত্রে পরিবর্তন গভর্নিং বোর্ডের জন্য মনোনয়ন প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করবে এবং আইনি লড়াইয়ে পড়লে সহজেই বিতর্ক এড়াতে পারবে পদক্ষেপ নেয়া পক্ষ।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যেই নাজাম শেঠি, জাকা আশরাফ এবং খালিদ মাহমুদের সঙ্গে দেখা করেছেন। অথচ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর তার সঙ্গে পিসিবি চেয়ারম্যানের এপর্যন্ত কোনো বৈঠকই হয়নি।
পাকিস্তানে সরকার ব্যবস্থায় পরিবর্তন আসলে ঐতিহ্যগতভাবে পিসিবিতেও পরিবর্তন দেখা যায়। রমিজকে এখনো বহাল রাখার পেছনের কারণও আছে, এক উচ্চপদস্থ কর্মকর্তা তার পারফরম্যান্সকে সমর্থন করেছিলেন বলে খবর। তবে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রমিজ রাজাকে সরানোর বিষয়টিও সমর্থন করেছেন।