জাতীয় দলের হয়ে ২০১৪ সালে শেষ টেস্ট খেলেছিলেন এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই খেলার পর জাতীয় দলের বিবেচনার বাইরে চলে যান এই ওপেনার। তবে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মৌসুমে এক হাজারের বেশি রান করে প্রায় দুই বছর পর আবারও ওয়ানডে দলে ফেরানো হয় বিজয়কে। ওয়ানডে দলে ফেরার পর ফিরলেন টেস্ট দলেও।
টেস্ট দলের ব্যাটার ইয়াসির আলী রাব্বি চোটে পড়ে ছিটকে পড়ায় সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন বিজয়। প্রায় ছয় বছর পর আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন এই ডান-হাতি উইকেটরক্ষক ব্যাটার।
হুট করে ডাক পেয়ে অ্যান্টিগায় প্রথম টেস্ট চলাকালেই ক্যারিবীয় দ্বীপে পৌঁছেছেন বিজয়। লম্বা সময় পর জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে জানিয়েছেন, ‘অনেক দিন পর টেস্ট দলের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। সামনে আরও চার-পাঁচ দিন আছে দ্বিতীয় টেস্টের জন্য।’
দলে ডাক পেলেও একাদশে চূড়ান্ত নন বিজয়। তবে তার প্রত্যাশা অনুশীলনে প্রস্তুত হবেন দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য।
‘চেষ্টা করব ভালোভাবে অনুশীলন করে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য। যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব ভালো করে খেলার। অনেক দিন পর যেহেতু আসলাম খুবই ভালো লাগছে।’