আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়া টেস্ট দিয়ে শুরু হওয়া বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্থানীয় চ্যানেল টি-স্পোর্টস। মঙ্গলবার চ্যানেলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক এ সংবাদ নিশ্চিত করেছেন।
এদিকে, আইসিসিও বিসিবিকে নিশ্চিত করেছে যে তারা ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের বাকিটা আইসিসি টিভিতে বিনামূল্যে দেখাবে। ২০০১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ টিভিতে দেখানো হয়নি। শেষবার বাংলাদেশ দলের টেস্ট সিরিজ টিভিতে দেখানো হয়নি ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়।
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি এবং ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।