পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে দাওয়াত পেয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২৩ জুন) রাতে ফেসবুকে নিজের পেজে স্ট্যাটাস দিয়ে দাওয়াত পাওয়ার বিষয়টি জানান তিনি।
তবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন নুর।
ফেসবুকে তিনি লিখেছেন, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ করায় সরকারকে ধন্যবাদ।পদ্মাসেতু নিঃসন্দেহে দেশের অবকাঠামো খাতের বড় একটি উন্নয়ন প্রকল্প।বর্তমান সরকারের আমলে এটি সম্পন্ন হয়েছে, সরকারের একটা কৃতিত্ব রয়েছে। একই সাথে এটাও বলতে হবে বর্তমান সরকারের আমলে উন্নয়নের সাথে দুর্নীতি-লুটপাট,দেশের টাকা বিদেশে পাচারও সমান হারে বেড়েছে।ভিন্নমতের দমন-পীড়ন,হামলা-মামলা, গুম-খুনের কর্তৃত্ববাদী আচরণের মধ্যে সরকারি অনুষ্ঠানে বিরোধী, ভিন্নমতের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণকে সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছি।
তিনি বলেন, সিলেট-সুনামগঞ্জ, নেত্রকোনা,উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষকে পানির নিচে খাদ্যাভাবে হাহাকারে রেখে শত শত কোটি টাকা খরচ করে এই সময়ে ১০ লাখ লোক জড় করে পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানের উল্লাস নৈতিকভাবে সমর্থনযোগ্য মনে হয় না। তাই এ অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি