এবার বরিশালেও জন্ম নেয়া তিন নবজাতক কন্যাসন্তানের নাম রাখা হয়েছে স্বপ্নের পদ্মা সেতু নামের সঙ্গে মিল রেখে। পদ্মা সেতুকে ভালোবেসেই সন্তানের নাম ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’ রাখা হয়েছে বলে দাবি স্বজনদের। এখন মা ও নবজাতকরা সুস্থ ও ঝুঁকিমুক্ত আছে বলে জানিয়েছেন চিকিৎসক-নার্সরা।
বরিশালেও তিন নবজাতকের নাম ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’, সরকারি সহায়তার আবেদন
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচার শেষে তিন কন্যাসন্তানের জন্ম দেন বাকেরগঞ্জের বাদলপাড়া গ্রামের মোটরসাইকেল চালক বাবু শিকদারের স্ত্রী নুরুন্নাহার।
নবজাতকের বাবা বাবু শিকদার বলেন, ‘নিরাপদে একই সঙ্গে ভূমিষ্ঠ হওয়া তিন কন্যাশিশুকে পেয়ে খুব খুশি। তাই দক্ষিণাঞ্চলের আশীর্বাদ স্বপ্নের পদ্মা সেতুকে ভালোবেসেই তার সঙ্গে মিল রেখে আমার তিন কন্যাশিশুর নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু।’
দাদি মমতাজ বেগম বলেন, ‘কেমনে তিন শিশুকে দুধ কিনে, খাবার কিনে খাওয়াইবে মাথায় ধরে না। বাবু (ছেলে) মোটরসাইকেল চালিয়ে যে টাকা আয় করে, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। তাই শিশুদের লালনপালনে সরকারি সহায়তা চাই।’
