পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বর থেকে এ আনন্দ শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা ও কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, সাংবাদিক, স্কাউট ও সর্বস্তরের জনসাধারণ এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। পরে সেখানে তারা পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন।
এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণ শেষে আজ উদ্বোধনের ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠিত হলো।