এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।
এর আগে সিনেমাটির একটি টিজার প্রকাশ হলে মূলত আলোচনা শুরু হয় সিনেমাটি নিয়ে। রোববার (১৯ জুন) রাতে সিনেমাটির সম্পূর্ণ ট্রেলার প্রকাশ করা হয় অনন্ত জলিলের ভেরিফায়েড অ্যাকাউন্টে। প্রকাশের পরপরই মিডিয়াপাড়ায় প্রশংসার জোয়ারে ভাসছে।
এবার এই সিনেমার প্রচারণায় নেমেছেন অনন্ত-বর্ষাসহ তাদের পুরো টিম। এই প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় তারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে (টিএসসি)। সেখানে শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার এ জুটি। তাদের এক নজর দেখতে জনতার ঢল নামে সেখানে। সন্ধ্যায় টিএসসিতে ঢোকার সময় থেকেই তাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। মিলনায়তনে ঢোকার পরও ছিল সেই ভিড়।
প্রসঙ্গত, গল্পে দেখা যাবে, বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেই সব লোহমর্ষক প্রেক্ষাপট।
ইরানের নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এতে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হবেন অনন্ত জলিল। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসীগোষ্ঠীকে দমন অভিযানে অংশ নেবেন তিনি।
এতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হয়েছে। অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই সিনেমাটিতে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্ত জলিল। এ ছাড়াও বাংলাদেশ ও ইরানের অভিনয়শিল্পীরা বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন।