শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে বাজে একটা সিরিজ পার করেছিলেন খালেদ আহমেদ। তবে ২৯ বছর বয়সী এই পেসার ক্যারিবিয়ানে নিজেকে ফিরে পেয়েছেন। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট। এবার সেন্ট লুসিয়ায় এক ইনিংসেই নিলেন ৫টি।
ক্যারিবিয়ানে বাংলাদেশ দলের ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল খালেদ। প্রথম ইনিংসে ১০৬ রানে তার শিকার ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ফাইফারের দেখা পেলেন খালেদ। তার আগের সেরা বোলিং ছিল ৯২ রানে ৪ উইকেট।
বাংলাদেশের পেসাররা টেস্টে মাত্র ১০ বার ইনিংসে ৫ উইকেট নিতে পেরেছেন। সর্বোচ্চ চারবার নিয়েছেন শাহাদাৎ হোসেন রাজীব। দু’বার রবিউল ইসলাম। আর একবার করে মঞ্জুরুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে খালেদের প্রথম শিকারে পরিণত হন রেমন্ড রেইফার।
২২ রান করা রেইফারকে সরাসরি বোল্ড করেন তিনি। একই ওভারে এনক্রুমা বোনারকেও (০) বোল্ড করেন খালেদ।
তৃতীয় দিনের শুরুতে খালেদ সাজঘরে পাঠান আলজারি জোসেফকে (৬)। উইন্ডিজের সেরা ব্যাটার কাইল মায়ার্সের উইকেটটিও নেন তিনি। ২০৮ বলে ১৪৬ করা মায়ার্সকে শরিফুল ইসলামের ক্যাচ বানান এই পেসার। এরপর জেডেন সিলসকে (৫) আউট করে ক্যারিবিয়ানদের ইনিংসের ইতি টানেন খালেদ।