‘তুমি রবে নিরবে, স্মৃতিতে অমলিন’, শিরোনামে সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক সুফী সাধক প্রফেসর আবুল খায়ের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুন) বাঙলা কলেজের অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।বাঙলা কলেজে প্রয়াত অধ্যাপক আবুল খায়ের স্মরণসভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী, প্রফেসর আবুল খায়ের স্যারের সহধর্মিণী ও একমাত্র ছেলে প্রত্যয় সামাদি। এছাড়াও উপস্থিত ছিলেন বাঙলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর সায়মা ফিরোজ বলেন, ‘স্যার ছিলেন একজন নির্ভেজাল মানুষ। স্যারের ছিলো ছাত্রদের জন্য অঘাত ভালোবাসা।’স্মৃতিচারণ করে বক্তব্য দেন বাঙলা কলেজ যুবথিয়েটারের মূখ্য প্রশিক্ষক হাবিব তাড়াশি, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ফুরকান ও কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ
শিক্ষকদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মাহবুবুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও তার সহকর্মীরা।
উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, স্যার নিজেকে একটি রোল মডেল তৈরি করেছিলেন। তাকে দেখলে নিজেকে ইনকমপ্লিট মনে হতো আর তাকে মনে হতো একজন কমপ্লিট শিক্ষক।
অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, ‘খায়ের ভাইয়ের কথা বলে শেষ করতে পারব না। তিনি ছিলেন ধ্যানে-জ্ঞানে একজন মহৎ মানুষ।’
অনুষ্ঠান শেষে প্রতিধ্বনি অবৃত্রি সংসদের পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর বাংলা বিভাগের সেমিনারের নাম ‘আবুল খায়ের সেমিনার’ করার দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয়।
যুবকন্ঠ/এমআইসি