আগে জাতীয় সংসদের কোনো বাথরুমে যেতে পারতাম না। বাথরুমে যেতে ভয় করতো। এখন দেখি বাথরুম এত সুন্দর যে বসে মনে হয় নাশতাও করা যাবে বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। সোমবার (২৭ জুন) সংসদের বৈঠকে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ ভবনের অবকাঠামোর উন্নয়নের প্রশংসা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংসদের ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের থাকার জায়গা সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটগুলো এত সুন্দর হয়েছে যে, আমি যে বাড়ি ভাড়া থাকি তা ছেড়ে দিয়ে এখানে থাকবো। আমার বিরোধী দলীয় চীফ হুইপ হিসেবে পাওয়া কক্ষে গেলেই বাতি জ্বলে ওঠে। বেরিয়ে এলে বাতি বন্ধ হয়ে যায়।
এদিন জাতীয় পার্টিকে আবারও সংসদের বৃহত্তম বিরোধী দল আখ্যায়িত করে বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গা বলেন, এই সংসদে আমরাই বৃহত্তর বিরোধী দল। এখানে কোনো ভুল নেই। এ সময় তিনি বিএনপিকে বিরোধী দল হিসেবে উল্লেখ করে সংসদে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তা এক্সপাঞ্জ করার দাবি জানান।