ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের কুরলা এলাকার একটি চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।
সোমবার রাত সাড়ে১১টার দিকে বেশ আকস্মিকভাবেই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, ভবন ধসের অল্প সময়ের মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনটির ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা তাদের। আটকা পড়াদের উদ্ধারে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ধসে পড়া ভবনটির মালিককে বেশ কয়েক মাস আগে সংস্কারের নোটিশ পাঠানো হলেও তিনি তাতে পাত্তা দেননি। এ দুর্ঘটনার পরপরই আশপাশের তিনটি ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে