রায়ের কপি পেতে ভোগান্তির শেষ নেই। সম্প্রতি রাজশাহী আদালতের একজন বিচারক বিনামূল্যে রায়ের কপি পাওয়ার উদ্যোগ নিয়েছেন।
আদালতে বিনামূল্যে রায়ের কপি, দ্বারে দ্বারে ঘোরা আর নয়
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এ পদ্ধতি চালু করেছেন তিনি। রাজশাহীর জজ আদালতের বিচারক আবদুল মালেকের এমন পদক্ষেপকে যুগান্তকারী বলছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। পর্যায়ক্রমে সব আদালতে চালুর দাবিও জানান তারা।
জানা গেছে, বিচারক রায়ে কী বলেছেন, সেটি জানতে এবং রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে দরকার পড়ে রায়ের নকল। এ কপি পেতে দিনের পর দিন আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুরতে হয় বিচারপ্রার্থীদের। পরিস্থিতির ফাঁদে ফেলে ভুক্তভোগী বিচারপ্রার্থীদের কাছ থেকে যে যার মতো আদায় করেন টাকা। দেশের সব আদালতের চিত্র যেন এমনই। অথচ সরকারি হিসেবে এক পৃষ্ঠার আদেশের নকল তুলতে খরচ পড়ে মাত্র ৪৯ টাকা।
যুগের পর যুগ ধরে চলে আসা এমন পদ্ধতির পরিবর্তনে এগিয়ে এসেছেন রাজশাহীর এক বিচারক। নিজের দেয়া রায়ের নকল কপি আপলোড করছেন ওয়েবসাইটে। ফলে বিচারপ্রার্থীরা খুব সহজে সেখান থেকে রায়ের নকল কপি সংগ্রহ করতে পারছেন। শুধু নকল কপিই নয় আদালতের দৈনন্দিন কার্যতালিকাও প্রকাশ করা হচ্ছে সেখানে। এতে একদিকে যেমন ভোগান্তি কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ।