টেস্ট সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার। বুধবারই হঠাৎ এক জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুপুর আড়াইটায় বিসিবি কার্যালয়ে বৈঠকে বসবেন পরিচালকরা।
নাজমুল হাসান পাপনের নেতৃত্বে চলতি বোর্ডের চতুর্থ সভা এটি। সর্বশেষ সভায় টেস্ট অধিনায়ক বদলে সাকিব আল হাসানকে দেওয়া হয় দায়িত্ব। মুমিনুল হক অবশ্য এর আগে নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন।
নেতৃত্বে বদল এনেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। কোনোটিতেই সেভাবে লড়াইও করতে পারেনি বাংলাদেশ।
এরপরই টেস্ট সংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে পক্ষে-বিপক্ষে মত দেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, সাকিব আল হাসান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ আরও অনেকে।