বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২ জুলাই মাঠে গড়াবে। ৩ ও ৭ জুলাই হবে বাকি দুটি ম্যাচ। আর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১০ জুলাই। বাকি দুটি হবে ১৩ ও ১৬ জুলাই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পরে এবার ওয়েস্ট ইন্ডিজ দল বাকি দুই সিরিজের জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছে। সেই পরিপ্রেক্ষিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।
গত রাতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দল দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। দলটির সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রভম্যান পাওয়েলকে। ফিরেছেন ডেভন থমাস, আর অলরাউন্ডার কিমো পল। চোট কাটিয়ে ওবেদ ম্যাকয় ফিরেছেন এই দলে। টেস্ট দলে থাকা গুদাকেশ মোতি আছেন ওয়ানডে স্কোয়াডে। আর ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গুদাকেশ মোতি। ২ জুলাই অ্যান্টিগায় গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ১০ জুলাই। সিরিজের বাকি দুটি ওয়ানডে মাঠে গড়াবে ১৩ ও ১৬ জুলাই।
টি-টোয়েন্টি স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ের্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।