বাংলাদেশ কিংবা যুক্তরাষ্ট্র দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পিটার হাস বলেন, এ বছর বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে। আমরা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই এমন একটি দেশকে যেটি অনেক প্রতিকূলতা জয় করে এসেছে।
তিনি আরও বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য কী বয়ে আনবে, এবং বাংলাদেশ ভবিষ্যতের জন্য কি নিয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা অধীরভাবে অপেক্ষা করছি। আমাদের দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হলো একটি গৌরবের দিন। একটি দেশপ্রেমের দিন। লাল, সাদা ও নীল রঙের একটি দিন। রক্তক্ষয়ী দীর্ঘ যুদ্ধের পর এ দিন আমাদের দেশের জন্ম হয়েছিল। এ দিন আমরা আমাদের গণতন্ত্রকে নিরাপদ রাখতে পূর্বপুরুষদের করা আত্মত্যাগের প্রতি সম্মান জানাই।