রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল দখল করে নিতে চান। এমনটাই বিশ্বাস যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার। বৃহস্পতিবার (৩০ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা সর্বশেষ মূল্যায়নে কর্মকর্তারা বলেছেন, পুতিনের এই লক্ষ্য থাকলেও মস্কোর সেনারা যুদ্ধে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা কেবল ধীরভাবে অঞ্চল দখল করতে সক্ষম।
মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস বলেছেন, এর মানে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর মস্কো পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখল নিতে মনোনিবেশ ঘটায়। মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা এভ্রিল আরও বলেন, এরপরও পুতিনের একই লক্ষ্যে আছে যা তিনি ইউক্রেনে যুদ্ধ শুরুর দিকে ঠিক করেছিলেন।
তিনি বলেন, শিগগিরই রাশিয়ার এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।